ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’ সিনেমা গত ১৪ ফেব্রুয়ারি ভারতজুড়ে মুক্তি পায়। দেশজুড়ে বক্স অফিস কাঁপানোর পর এবার ওটিটিতে পা রেখেছে সিনেমাটি। ছবিতে ভিকি কৌশলের পারফরম্যান্সে ইতোমধ্যেই ঝড় তুলেছে। পাশাপাশি ছবিতে এ আর রহমান-এর সুর এবং ইরশাদ কামিলের গানের কথায় মন ভরেছে দর্শকের। ছবিতে শিল্পীদের পারফরম্যান্স, সংলাপ আর স্কেল— সব মিলিয়ে ‘ছাবা’ দেখে উচ্ছ্বসিত অধিকাংশ দর্শক।
১১ এপ্রিল থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ স্ট্রিমিং শুরু হয়েছে ‘ছাবা’র। ওটিটির দর্শকের কাছেও ব্যাপক প্রশংসিত হয়েছে ছবিটি।
লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবিটি ছত্রপতি সাম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এই চরিত্রে অভিনয় করেছেন ‘ভিকি’। ছবিতে ‘আওরঙ্গজেব’-এর ভূমিকায় দেখা গেছে অক্ষয় খান্নাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আশুতোষ রানা, দিব্যা দত্তরা।
এই ছবি দেখে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “এই ছবি দেখে খুব রাগ হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের ওপর। এমনকি ভেবেছিলাম, যদি সম্ভব হতো ওই সময়ে যাওয়ার তাহলে আওরঙ্গজেবকে এক থাপ্পড় মেরে আসতাম।”
পাশাপাশি অভিনেতা আরও বলেন, “প্রত্যেক অভিনেতা এত ভাল অভিনয় করেছেন যে মন ছুঁয়ে গেছে। তাই পর্দায় চরিত্রগুলো দেখে সত্যিই রাগ হচ্ছিল।” সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/একেএ