প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে অভিভাবকদের জন্য সোমবার নবনির্মিত ওয়াশব্লক উদ্বোধন করা হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাতেমা তুল জান্নাত।
প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি অ্যাডভোকেট হযরত আলী, স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি মো. হোসেন লিটন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ড. মো. জাকির হোসেন ও স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন অভি।
একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই