চট্টগ্রামে ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্যকে উপজীব্য করে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।
সোমবার সকালে ফেস্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম।
উদ্বোধনের পর আদালত চত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চট্টগ্রাম আদালত ভবন থেকে কেতোয়ালী মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের নিচ তলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি-মেডিকেল ক্যাম্প ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আবদুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং চট্টগ্রামে কর্তব্যরত সকলস্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দসহ প্রায় ১৫০০ জন অংশগ্রহণ করেন।
পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম বলেন, সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। এ অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইডের বিকল্প নেই। লিগ্যাল এইড শুধু আইনি সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ এবং আপসযোগ্য যে কোনো বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান।
বিডি প্রতিদিন/এমআই