চলতি আইপিএলে সম্পূর্ণ বিপরীত মেরুতে আছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। শুবমান গিলের গুজরাট টাইটান্স আছে পয়েন্টস টেবিলের দুইয়ে। অন্যদিকে টানা ৫ ম্যাচ হেরে রাজস্থান রয়্যালস আছে ৯ নম্বরে।
আজ সোমবার দিনের একমাত্র ম্যাচে এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। যেখানে গুজরাটের লক্ষ্য হবে বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা। এবং রাজস্থান চাইবে জয়ের মাধ্যমে ফর্মে ফিরতে।
গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্মেন্স দেখাচ্ছেন তরুণ ওপেনার সাই সুদর্শন। প্রতি ম্যাচেই বড় রান পাচ্ছেন তিনি এবং শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটি গড়ে টানা রান তুলছেন। এছাড়া গুজরাটের জন্য রশিদ খানও আবার ফর্মে ফিরেছেন, যা তাদের দলকে আরও শক্তিশালী করেছে।
অপরদিকে, রাজস্থানের হয়ে নজর থাকবে বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সোয়ালের ওপরে। নিয়মিত বড় রানের ইনিংস খেলছেন যশস্বী। সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে নজর কাড়ার চেষ্টায় আছেন ১৪ বছরের বৈভবও। তবে ফর্মের বিচারে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন গুজরাটকে।
দুই দলের সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সোয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ ঠিকশানা, আকাশ মাধওয়াল।
গুজরাট টাইটান্স: সাই সুদর্শন, শুবমান গিল, জশ বাটলার, শেরফান রাদারফোর্ড, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ।
বিডি প্রতিদিন/মুসা