বাগেরহাটের মোংলায় কিশোরী নিলা হোসেনকে (১৪) ধর্ষণের ভিডিও প্রচারের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও পরবর্তীতে আত্মহত্যার মামলার আরেক আসামী মো. সজীব হাওলাদারকে (২২) গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে র্যাবের সহয়তায় পুলিশ মোংলা চৌকিদারের মোড় এলাকা থেকে তাকে আটক করে। বিকালে আদালতে হাজির করলে বিচারক আসামিকে জেলহাজতে পাঠায়। গ্রেফতার সজীব হাওলাদার মোংলা পৌরসভার জয় বাংলা এলাকার কবির হাওলাদারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাতে আলোচিত এই মামলার প্রধান আসামি মো. আসহাবুল ইয়ামিনকে (২৪) গ্রেফতার করে পুলিশ।
কিশোরী নিলা হোসেনের বাবা মামলার বাদী আলী হোসেন বাচ্চু জানান, মামলার প্রধান আসামি মো. আসহাবুল ইয়ামিনের বাবা মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানে মাষ্টার মো. সোহেল রানা মামলা প্রত্যাহারের জন্য আমার স্বজনদের ফোনসহ বিভিন্ন মাধ্যমে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সজীব ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এনিয়ে এই মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল