পোলিশ মেয়ে ইগা সোয়াটেক মাদ্রিদ ওপেনে শিরোপার পথে ছুটছেন। তৃতীয় রাউন্ডে তিনি চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকভাকে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন। চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন ডায়ানা স্নাইডারের। মাদ্রিদ ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সোয়াটেক। গতবার এখানে নারী এককের ফাইনালে অ্যারিনা সাবালেঙ্কাকে তিন সেটের লড়াইয়ে পরাজিত করেছিলেন। ২০২৩ সালেও ফাইনাল খেলেন সোয়াটেক-সাবালেঙ্কা। সেবার সাবালেঙ্কা চ্যাম্পিয়ন হন। চলতি আসরে শীর্ষ বাছাই হিসেবে খেলছেন সাবালেঙ্কা। দ্বিতীয় বাছাই সোয়াটেক। আরও একবার ফাইনালে দেখা হতে পারে দুই শীর্ষ তারকার। নারী এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ার মেয়ে ডোনা ভেকিচও। তিনি তিন সেটের লড়াইয়ে পরাজিত করেছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। এদিকে মাদ্রিদ ওপেনে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ক্যারেন খাচানভ এবং টমি পল।