রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস। প্রতিদিন বাড়ছে এ রোগের প্রকোপ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগের চিকিৎসক ডা. মাশিহুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েকদিনে অনেক শিক্ষার্থী চর্মরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে অধিকাংশই স্ক্যাবিস রোগে আক্রান্ত। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে। তবে ভয়ের কারণ নেই। দ্রুত চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। এই সেন্টারে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে।
এই রোগের লক্ষণ ও প্রতিরোধের বিষয়ে সতর্ক করে এই চিকিৎসক বলেন, শরীরের চামরার উপর বিশেষ করে আঙুলের ফাঁক, কব্জি, বগল ও নাভির আশেপাশে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় এবং বিশেষ করে রাতে চুলকানির মাত্রা বেড়ে যায়। আত্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তির মধ্যেও রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখার পাশাপাশি তার জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
জানা গেছে, সংক্রামক রোগ স্ক্যাবিস আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, এটি একধরনের কীটের কারণে হয়। এই কীটের নাম স্ক্যাবিয়াই সারকপটিস স্ক্যারিবাই। এটি ত্বকের মধ্যে বাসা বাঁধে ও ডিম পাড়ে। ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্ক্যাবিস রোগে ৪১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা আবাসিক হল ও স্থানীয় মেসে থাকেন। মূলত মেস ও হলে একই জায়গায় গাদাগাদি করে বসবাস, একই কাপড় ব্যবহার ও অপরিচ্ছন্নতার কারণে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাশরুফা সিদ্দিক লিপি জানান, এই রোগে আক্রান্ত রোগীর জন্য মেডিকেল সেন্টারে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। অবহেলা না করে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, রোগটি যেহেতু ছোঁয়াচে এবং বেশ ছড়িয়ে পড়ছে, তাই সকল শিক্ষার্থীকে সতর্ক থাকতে এবং মেডিকেল সেন্টারে যথাযথ সেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/একেএ