চট্টগ্রামের বিভিন্ন এলাকায় র্যাবের পৃথক অভিযানে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাতের বিভিন্ন সময়ে নগরীর বাকলিয়া, বন্দর, সীতাকুণ্ড উপজেলা ও ফেনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাকলিয়ার থানার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. রহিম (৩৯), সীতাকুণ্ড থানার গুলিয়াখালী এলাকার বাসিন্দা মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাসিন্দা মো. শাহ জালাল (২৯) ও বাগেরহাট জেলার বারইখালী এলাকার বাসিন্দা মো. তাওহিদুল ইসলাম (২৩)। এদের মধ্যে রহিম বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি। হাসান সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার আসামি, শাহ জালাল নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি এবং তাওহিদুলও ধর্ষণ মামলার আসামী বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এএম