ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে শিকারির মতো ওত পেতে অপেক্ষায় ছিলেন। লুকা মডরিচের ধীর গতির পাস দেখেই চিতার মতো ক্ষিপ্র গতিতে ছুট লাগালেন। অ্যাটাকিং থার্ডে বল কেড়ে নিয়ে কিছু দূর এগিয়েই ডান পায়ের মাটি গড়ানো শট। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কর্তোয়া ডান দিয়ে ঝাঁপিয়েছিলেন। কিন্তু বলের নাগাল পেলেন না। রিয়াল মাদ্রিদও কোপা দেল রে কাপে ট্রফির নাগাল পেল না। ম্যাচের ১১৬ মিনিটে কুন্দের গোলটাই বার্সাকে উপহার দিল ধ্রুপদি লড়াইয়ে বিজয়ের হাসি। কোপা দেল রে কাপে ৩২ নম্বর ট্রফি ঘরে তুলল কাতালানরা। চলতি মৌসুমে টানা তিন এল ক্ল্যাসিকো জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন বার্সার সমর্থকরা।
এল ক্ল্যাসিকোর আগুনে-লড়াই উত্তাপ ছড়িয়ে দিল সারা বিশ্বে। রাতের ঘুম কেড়ে নিল কোটি কোটি ফুটবলপ্রেমীর। সেই আগুন নিভবে কিসে? মাত্র একটা গোলে! তা হয় কী করে? বার্সা-রিয়াল ধ্রুপদী লড়াই কেবল গোলের হিসাবে থেমে থাকলে চলেবে কেন! সেখানে প্রতি মুহূর্তেই থাকবে উত্তেজনা। কখনো সমর্থকদের লড়াই। কখনো প্রতিপক্ষ ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। রেফারির সঙ্গে তর্ক-বিতর্ক। আরও কত কী! এর সবকিছুই ছিল শনিবার কোপা দেল রে কাপের ফাইনালে। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে ম্যাচের আগেই আগুনে-উত্তাপ ছড়িয়ে দিয়েছিলেন সমর্থকরা। মারামারি, কাটাকাটির পর ফুটবল দেখতে আসেন তারা। সেখানেও উত্তাপ কমল কোথায়! রিয়াল মাদ্রিদ সমর্থকরা বেশ আশা নিয়ে এসেছিলেন। চলতি মৌসুমে বার্সাকে পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়া হয়নি তাদের। গত অক্টোবরে লা লিগার এল ক্ল্যাসিকোতে ৪-০ গোলে জয় পায় বার্সা। এরপর গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল এল ক্ল্যাসিকো জয় করে ৫-২ ব্যবধানে। রিয়াল মাদ্রিদ অন্তত কোপা দেল রে কাপে সেসবের প্রতিশোধ নেবে না! কিন্তু রিয়াল সমর্থকদের হতাশ করে দেন লামিন ইয়ামালরা। তরুণ এই স্প্যানিশ তারকার অ্যাসিস্টেই দুটি গোল করে বার্সা। ২৮ মিনিটে পেদ্রি। ৮৪ মিনিটে ফেরান তোরেস। কিন্তু এই দুই গোলের ফাঁক গলে রিয়াল মাদ্রিদ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছিল কিছু সময়ের জন্য। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। ৭০ মিনিটে এমবাপ্পে ফ্রি কিক থেকে গোল করেন। ৭৭ মিনিটে অরেলিন চুয়ামেনির হেডারে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ব্যবধান ২-২ নিয়ে শেষ হয় ৯০ মিনিট। এল ক্ল্যাসিকোর লড়াই আরও ৩০ মিনিট দেখার সৌভাগ্য হলো ফুটবলপ্রেমীদের। ম্যাচের ১১৬ মিনিটে রিয়াল তারকা লুকা মডরিচের পাস ধরে ছুটে গিয়ে গোল করেন বার্সা তারকা কুন্দে। ক্যারিয়ারে খুব বেশি গোল নেই তার। বার্সার জার্সিতে ১৪০ ম্যাচে মোটে ৭ গোল। কিন্তু উপযুক্ত সময়ে একটা গোলই যে নায়ক বানিয়ে দেয়! কুন্দেও বার্সেলোনার নায়ক বনে গেলেন। বার্সা বাড়ি ফিরল ট্রফি নিয়ে। আর রিয়াল মাদ্রিদ তিনটি লাল কার্ড নিয়ে! অ্যান্টোনিও রুডিগার, লুকাস ভাজকুয়েজ এবং জুড বেলিংহ্যাম লাল কার্ড দেখলেন ম্যাচের একেবারে শেষ বেলায়।
কোপা দেল রে কাপ জিতে আরও একবার ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে ছুট লাগাল বার্সেলোনা। লা লিগায় চার পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার পথে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল খেলবে। ২০০৮-০৯ এবং ২০১৪-১৫ মৌসুমের পর আরও একবার ট্রেবল জয় করবে কাতালান ক্লাবটি!