চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্য বিজ্ঞান অনুষদের পথ চলার এক যুগপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘সিভাসু ফিশ ফেস্টিভ্যাল-২০২৫’।
ফিশ ফেস্টিভ্যালে থাকবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, স্টলভিত্তিক প্রোডাক্ট ও ইনোভেশন শোকেসিং এবং চাকরি মেলা। বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)-এর সহযোগিতায় সিভাসু’র মাৎস্য বিজ্ঞান অনুষদ এই ফেস্টিভ্যালের আয়োজন করছে।
দুই দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ।
সিভাসু ফিশ ফেস্টিভ্যাল আয়োজন কমিটির আহŸায়ক এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ জানান, দুই দিনব্যাপী ফেস্টিভ্যালে ২৬টি বিশ্ববিদ্যালয়সহ মৎস্য সেক্টরের সাথে জড়িত ৯৫টি প্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, ভোক্তা এবং প্রতিনিধি উপস্থিত থাকবেন। বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান হতে একঝাঁক বিজ্ঞানী ৩৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মো: আব্দুল ওহাব।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সুসজ্জিত স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন প্রদর্শন করবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এএম