কাজলরেখা চলচ্চিত্র-খ্যাত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বেশ কিছুদিন আগেই নাকি সেখানে গেছেন তিনি। অথচ কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মন্দিরা অভিনীত মিঠু খানের ‘নীলচক্র’। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় ছবি। আগে দেখা যেত কোনো তারকার ছবি মুক্তির কয়েক মাস আগে থেকেই সেই তারকা ছবিটির প্রচারে নির্ঘুম সময় পার করতেন। এখন তেমনটি প্রায় দেখাই যায় না। তাই ছবিও তেমন সাফল্য পায় না। সবাই বলছেন মন্দিরার এ মুহূর্তে দরকার দেশে এসে এ ছবির প্রচারে মগ্ন হওয়া। কারণ ছবিটি যদি সফল না হয় তাহলে তার প্রথম ছবি কাজলরেখা থেকে অর্জিত সুনাম ও সাফল্য তিনি ধরে রাখতে পারবেন না। যদিও এর জবাবে মন্দিরা কখন দেশে ফিরবেন এবং ফিরে ছবিটির প্রচারে আত্মনিয়োগ করবেন কি না সে ব্যাপারে কিছু বলছেন না। তারপরও তিনি বলেন, ‘নীলচক্রে আমার চরিত্রে অনেক মনোযোগী হয়ে, সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কারণ, তিনি আমার ক্রাশ। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।’