বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যিনি তার অভিনয় ক্যারিয়ারকে মেনে নেবেন না—তাকে তিনি বিয়ে করবেন না। সম্প্রতি বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন ‘ছোরি ২’ খ্যাত এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে নুসরাত জানান, এখনো তিনি জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন। তবে অনেক পাত্রপক্ষের সঙ্গে দেখা হলেও বেশিরভাগই তার কাছে অভিনয় ছাড়ার শর্ত দিয়েছেন, যা মোটেও মেনে নিতে পারেননি তিনি। নুসরাত বলেন, 'আমি এমন কাউকে বিয়ে করতে চাই না, যে আমার ক্যারিয়ার নিয়ে আপত্তি জানাবে'।
তিনি আরও যোগ করেন, 'আমি জানি, কাকে বিয়ে করব সেটা তখনই ঠিক হবে, যখন এমন কাউকে পাব, যিনি আমাকে এবং আমার পেশাকে শ্রদ্ধা করবেন।'

পরিবার থেকেও বিয়ের জন্য চাপ থাকলেও নুসরাত জানালেন, সিদ্ধান্ত তিনি নিজেই নিতে চান। 'আমি বাড়িতে এই নিয়ে ঝগড়া করি না। সবাইকে মন দিয়ে শুনি। তবে বিয়ে করব তখনই, যখন মনে হবে—এই মানুষটাই সঠিক।'
অভিনেত্রী জানান, অ্যারেঞ্জড ম্যারেজের ব্যাপারে তিনি উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং পাত্রপক্ষের সঙ্গে দেখা করতেও রাজি থাকেন। তবে সব জায়গাতেই মূল বাধা হয়ে দাঁড়ায় তার অভিনয় জীবন।
নুসরাতকে সম্প্রতি দেখা গেছে বিশাল ফুরিয়া পরিচালিত হরর ফিল্ম ‘ছোরি ২’-তে। এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা 'ছোরি'-র সিক্যুয়েল। নতুন এই ছবিতে তার বিপরীতে খল চরিত্রে অভিনয় করেছেন সোহা আলী খান। সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ এপ্রিল, অ্যামাজন প্রাইম ভিডিওতে।
বিডি প্রতিদিন/মুসা