উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। শনিবার রাত থেকে পানি বেড়ে রবিবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাতে তিস্তা অববাহিকায় ঝোড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। সেই সঙ্গে উজান থেকে আসা ঢলে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তিস্তার পানি ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শুষ্ক মৌসুমে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। ফসলি জমিতে চড়া মূল্যে সেচ দিয়ে আসছিল চাষিরা। পানি বৃদ্ধির ফলে সেই সেচের খরচ অনেকটাই কমে আসবে।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া তিস্তা ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, উজানের ঢলে তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।