প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে অনেক বছর আগেই বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেতা আমির খানের। তবে বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট। মেয়ের বিয়েতেও একসঙ্গে দেখা গেছে তাদের। বর্তমানে নতুন প্রেমে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
তার মনের দখল নিয়েছেন গৌরী স্প্রাট। নতুন প্রেমিকাকে নিয়ে পরিবারের কারও কোনও আপত্তি নেই, সেকথা আগেই জানিয়েছেন অভিনেতা। এবার প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে ঢুকতে দেখা গেল আমির ও গৌরীকে। সঙ্গে ছিলেন ছেলে জুনাঈদও।
সম্প্রতি ছবিশিকারীদের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। সামনে মুক্তি পেতে যাচ্ছে আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। আপাতত সেই ছবির কাজে ব্যস্ত অভিনেতা। তারই মাঝে প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে আচমকা হাজির আমির ও গৌরী। কী কারণে আচমকা প্রেমিকা ও ছেলেকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে অভিনেতা, তা এখনও স্পষ্ট নয়।
বিডি-প্রতিদিন/শআ