দীর্ঘ প্রায় দেড় যুগ পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারী কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে ব্যালটে। শিক্ষার্থীদের ভোটে খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা ও সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদুল ইসলাম।
সোমবার বিকেলে খাগড়াছড়ি সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
সভাপতি পদে ৩ ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। এতে ৩১৬ কাউন্সিলরের মধ্যে ২৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অনুপস্থিত ছিল ৩২। কাউন্সিলে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
ছাত্রদলের খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার আহবায়ক আশিকুর রহমান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, মুন্সি মোহাম্মদ জসিম রানা, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ।
বিডি প্রতিদিন/হিমেল