যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নিয়োগে দীর্ঘসূত্রতা ও অনিয়ম বন্ধে দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। এদিকে গতকালও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে মানববন্ধন করেন। এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ আন্দোলন শুরু হওয়ার পরপরই যারা দায়িত্বে আছে তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছি। তিনি বলেন, বেকারত্ব নিরসনে এখন পর্যন্ত একক মন্ত্রণালয় হিসেবে পুলিশের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর নিয়োগ প্রক্রিয়া চলমান। আগামী কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগ হবে। যত কাজই থাকুক না কেন, ছাত্রদের বিষয়গুলো সবসময়ই আমার জন্য প্রথম প্রাধান্য।