চট্টগ্রাম আদালত থেকে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলার আসামি পটিয়া পৌরসভার সাবেক মেয়র মো. আইয়ুব বাবুল।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে বিচারক মো. নুরুল ইসলাম মানিক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
পটিয়া থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট দুপুরে পটিয়া পৌরসদর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ছাত্র-জনতা আহত হন। ওই ঘটনায় গত ১৯ আগস্ট দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুমের ছাত্র মো. নুরুল হাসান ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আইয়ুব বাবুল এজাহারনামীয় আসামি। এছাড়া, বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট, বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও তিনটি মামলার তিনি এজাহারনামীয় আসামি।
জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, তিনটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন মামলায় এজহারনামীয় আসামি তিনি।
বিডি প্রতিদিন/কেএ