আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাছাইপর্ব শুরু হবে চলতি বছরের আগস্টে। গ্রুপিংও ঠিক হয়ে গেছে। বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক লাওসের বিপক্ষে। ৮ আগস্ট পূর্ব তিমুর। দুই দিন পর আফঈদাদের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। লাওস ও তিমুরের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণ কোরিয়া খুবই শক্তিশালী।
এশিয়ার ৩৩ দেশ আট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন সেরা তিন রানার্সআপ চূড়ান্ত পর্বে জায়গা পাবে। আয়োজক থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। ২০২৪ সালের বাছাইপর্ব হয়েছিল আগের বছর। সেবারও বাংলাদেশ খেলেছিল ‘এইচ’ গ্রুপে। প্রতিপক্ষ ছিল ইরান ও তুর্কমেনিস্তান।