বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর জনের সন্ধানে তল্লাশী চলছে বলে হিজলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আওলাদ হোসেন জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে শিশু দুটি খালে পড়ে নিখোঁজ হয়। সম্পর্কে তারা মামা-ভাগ্নি বলে জানান স্টেশন অফিসার।
উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ (৫) উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা মোক্তার বাঘার ছেলে। নিখোঁজ সাওদা আক্তার (৬) একই এলাকার শামীম বয়াতির কন্যা।
স্টেশন অফিসার আওলাদ হোসেন বলেন, উপজেলার বাউশিয়া খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে খাল গভীর হয়েছে। ওই খালে গোসল করতে গিয়ে মামা আব্দুল্লাহ ও ভাগ্নি সাওদা ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজার পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সাওদার সন্ধানে ডুবুরিরা তল্লাশী করছে।
বিডি প্রতিদিন/জামশেদ