কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গোটা ভারতে শোকের ছায়া নেমে এসেছে। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। এই পরিস্থিতিতে, বলিউড সুপারস্টার সালমান খান তার যুক্তরাজ্য সফর ও 'দ্য বলিউড বিগ ওয়ান' শো স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে সালমান খান জানান, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার ও লন্ডনে অনুষ্ঠেয় এই বিশেষ শো আপাতত স্থগিত করা হয়েছে। সালমান ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল বলিউড তারকা সারা আলি খান, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি স্যানন এবং সুনীল গ্রোভারসহ আরও অনেকের।
পোস্টে সালমান খান লেখেন, কাশ্মীরে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, আমরা গভীর দুঃখের সাথে ‘দ্য বলিউড বিগ ওয়ান’ শো স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানগুলোর জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তবে এই শোকের সময়ে আমাদের থেমে যাওয়াই উচিত। এই কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সকলের সমর্থন ও বোঝাপড়ার জন্য কৃতজ্ঞ। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগে মার্কিন অভিনেতা কেভিন হার্টও তার ভারত সফর স্থগিত করেছেন পাহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল