বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ঘটনা মহারাজা স্কুল মাইন ট্রাজেডি। স্বাধীনতা অর্জনের কয়েকদিন পর ১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুরে আকস্মিক মাইন বিস্ফোরণে শহীদ হন ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। শহীদদের স্মৃতি রক্ষায় জেলা শহরের মহারাজা হাইস্কুল মাঠে ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। নির্মাণের আড়াই বছরেও এটি চালু হয়নি। পড়ে আছে অযত্ন ও অবহেলায়।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, মহারাজা স্কুল সংলগ্ন স্থানে ৬ জানুয়ারি শহীদদের উদ্দেশে ২০২০ সালে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৬২ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ২০২২ সালে কাজ শেষ হয়। মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি স্মৃতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক বলেন, বিস্ফোরণে মহারাজা স্কুলের ১৩টি কক্ষ অবস্থানরত অধিকাংশ মুক্তিযোদ্ধা শহীদ হন।