নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানীতে শাকিল (৩০) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে আহত হয়েছেন তার দুই ভাই। বর্তমানে শাকিলের পরিবারে পরিবারে চলছে শোকের মাতম।
মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে সরে জমিনে গেলে দেখা যায়, পরিবারে চলছে আহাজারি। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা। ঘটনার সঙ্গে ঘটনার সাথে জড়িত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানিয়েছে এলাকাবাসী ও পরিবার।
এদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
হত্যার ঘটনায় তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে শাকিলকে গুলি করে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয় লাবিব নামে এক ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শাকিল। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল একই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। আগামী শুক্রবার তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। তার ৮ মাসের একটি সন্তান ও স্ত্রী রয়েছে। কিশোর গ্যাং সদস্যদের বাড়ি একই উপজেলার আলাইয়ার পুরের বালুচরা এলাকা বলে জানা গেছে। তারা সিএনজি ও মোটরসাইকেল দিয়ে অস্ত্র নিয়ে এলাকায় লাবিব নামে এক ছেলেকে উঠিয়ে নিয়ে আসতে যায়। নিহত যুবক শাকিল ২ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তারা এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ