চট্টগ্রামে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলের দাবিতে সারাদেশে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের ছয় দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ শাটডাউন কর্মসূচি চলবে।
জানা গেছে, শাটডাউন কর্মসূচির কারণে সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা কোনোটাই হয়নি। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত থাকলেও ইনস্টিটিউটের ভেতরে তারা অবরুদ্ধ অবস্থায় আছেন।
এর আগে, গত ২০ মার্চ থেকে একই দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ অবস্থায় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তারা আন্দোলন স্থগিত করে। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, জুনিয়র ইনস্ট্রাক্টর পদটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এ পদে নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করেন। তবে সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দিয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে ৮ম শ্রেণি, এসএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি পাস ব্যক্তিরাও এই পদে আসার সুযোগ পাচ্ছেন-যা ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
বিডি প্রতিদিন/এমআই