ফ্যাসিবাদী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে। আমাদের নিতে হবে না। কারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছেন শেখ হাসিনা। এই অত্যাচারীকে মানুষ কখনো গ্রহণ করবে না। গতকাল বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধানের শীর্ষে ভোট চেয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে আপনাদের ইচ্ছায় আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আবারও আপনাদের কল্যাণে কাজ করব। তিনি বলেন, আমাদের নেত্রী হাসপাতালে বসে থেকেও বলেছেন আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে।