চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবির। এসময় জুনের মধ্যে চাকসু নির্বাচনের দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
আজ মঙ্গলবার চাকসু কেন্দ্রের সামনে দুপুর আড়াইটায় এক সংবাদ সম্মেলনে এই সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ সংবাদ সম্মেলন।
শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং সংস্কার প্রস্তাবনা দিয়ে গঠনতন্ত্র পাঠ করেন শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী।
সংস্কার প্রস্তাব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চব্বিশের ৫ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সর্বপ্রথম ২৪ দফা দাবির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চাকসুর গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচনের দাবী জানিয়েছিল। তিনি বলেন, আমরা প্রশাসনকে জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই প্রশাসন জুনের মধ্যেই চাকসু নির্বাচন কার্যকর করুক এবং ৫-১০ ই মে এর মধ্যে চাকসু রোডম্যাপ ঘোষণা করুক।
বিডি প্রতিদিন/নাজমুল