চট্টগ্রাম আদালতের হাজতখানা থেকে পালিয়েছে দুই আসামি। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের নিচতলায় অবস্থিত জেলা পুলিশের হাজত থেকে পালিয়ে যায় তারা।
সীতাকুণ্ড থানার একটি মাদক মামলায় তারা অভিযুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
পালিয়ে যাওয়া দুই আসামিরা হলেন- লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের সন্তান ইকবাল হোসেন ইমন ও নোয়াখালীর বেগমগঞ্জের মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দীনের সন্তান আনোয়ার হোসেন।
চট্টগ্রাম জেলা হাজতখানার ইন্সপেক্টর মো. শরীফ বলেন, মাদক মামলায় দুই আসামিকে আদালতে আনা হয়েছিল। আদালত থেকে তাদের কারাগারে পাঠানোর সময় গাড়িতে ওঠানোর সময় দুইজনকে পাওয়া যাচ্ছে না। তবে এটা হাজতখানার ঘটনা নয়।
তিনি আরও বলেন, মনে হচ্ছে হাজতখানা থেকে গাড়িতে ওঠানোর সময় নিয়ে যাওয়ার সময় তারা পালিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি।
বিডি প্রতিদিন/নাজিম