যশোরে গৃহবধূ সাথী আক্তার স্বরূপজান (৩৫) হত্যায় জড়িত সন্দেহে স্বামী আব্দুর রশিদ মিন্টু (৪২) ও সৎ ছেলে জিসানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও শিলের নুড়া উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আব্দুর রশিদ মিন্টু মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের জাহাতাব সর্দারের ছেলে এবং জিসান আব্দুর রশিদ মিন্টুর ছেলে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে আব্দুর রশিদ মিন্টুর চাতাল ঘর থেকে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সাথী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু ও সৎ ছেলে জিসান পলাতক ছিলেন। এ ব্যাপারে নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডটির রহস্য উদঘাটনে মণিরামপুর থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কয়েকটি টিম যৌথভাবে সোমবার সারারাত অভিযান পরিচালনা করে। একপর্যায়ে অভয়নগর উপজেলার শংকরপাশা এলাকা থেকে আব্দুর রশিদ মিন্টু ও জিসানকে গ্রেফতার করে তারা।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আব্দুর রশিদ মিন্টু ও জিসান সাথী আক্তারকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বসতঘর থেকে হত্যায় ব্যবহৃত কুড়াল ও শিল-পাটার নুড়া উদ্ধার করে জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই