চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল উত্তম কৃষি চর্চার (গ্যাপ) মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হন তিনি। এসব আম চীনে রপ্তানির আগ্রহও প্রকাশ করেন রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের সুস্বাদু আম তারা চীনের বাজারে আমদানি করতে চান। চলতি বছর ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের আম রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। এ ধারাবাহিকতায় গ্যাপ অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কাজ চীনা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরতে বাগান পরিদর্শনের আয়োজন করা হয়।