বরিশালের বানারীপাড়ায় একটি ব্রিজ মাঝ বরাবর থেকে ভেঙে খালে পড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। সোমবার দুপুরের পর ব্রিজটি ভেঙে পড়ে গেলে, স্থানীয়রা নৌকা ও বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।
বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় বনিক বাড়ি ও সলিয়াবাকপুর ইউনিয়নের খবির মোল্লা বাড়ির সামনে অবস্থিত ব্রিজটি প্রায় ২০ বছর আগে ইস্পাত ও কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়। এটি দিয়ে পৌরসভা, চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়নের বহু মানুষ প্রতিদিন চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, বালুবাহী নৌকার ধাক্কায় ব্রিজের ইস্পাত কাঠামো নড়বড়ে হয়ে পড়েছিল। এরপর ব্রিজটি ধসে পড়ে। এখন মানুষকে নৌকায় পার হতে হচ্ছে বা আড়াই কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির মোল্লা জানান, ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শিগগিরই লিখিতভাবে জানানো হবে।
বানারীপাড়া উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক রাহাদ সুমন বলেন, "দুইশ বছরের ঐতিহ্যবাহী সূর্যমনি মেলায় যাতায়াতের জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এখন দুই ইউনিয়নের বহু মানুষ বাজার, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সমস্যায় পড়ছেন। দ্রুত ব্রিজ নির্মাণ প্রয়োজন।"
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, "বিষয়টি আপনার কাছ থেকেই জানলাম। কাল ঘটনাস্থল পরিদর্শনে যাব। কিভাবে ব্রিজ ভেঙে পড়েছে, তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
বিডি প্রতিদিন/আশিক