শরীয়তপুরের নড়িয়ায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা যায়, আগুন মুহূর্তেই বাজারে ছড়িয়ে পড়ে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
বিডি প্রতিদিন/এমআই