ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তাকে মারধর করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক। যে ভিডিও এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে।
ওই ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত যুবকদের টানাহেঁচড়া ও বেধড়ক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিড়ে যায়। এসময় সিদ্দিকের বিরুদ্ধে স্লোগান দেন কয়েকজন উত্তেজিত যুবক। ভিডিও’র শেষ দিকে দেখা যায়, সিদ্দিককে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই জালাল উদ্দিন বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’
তবে সিদ্দিককে কোন মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে তা জানা যায়নি। এদিকে, বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকের মুঠোফোনে কল দিয়েও কোনো সাড়া মেলেনি।
বিডি-প্রতিদিন/শআ