মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাল দলিল তৈরি করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে দণ্ডবিধির একাধিক ধারায় মোট ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের সুলতান মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫৮) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড় কান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নেছার উদ্দিন (৩২)। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। তাই আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ মার্চ আসামিরা বাদী নিজামউদ্দিন মৃধার নাম ও স্বাক্ষর জাল করে সিরাজদিখান সাব-রেজিস্ট্রি অফিসে একটি ভুয়া দলিল রেজিস্ট্রি করেন। পরে ওই দলিলের মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা করলে বিষয়টি বাদীর নজরে আসে।
২০২২ সালে মুন্সিগঞ্জ আমলি আদালত-২-এ বাদী নিজামউদ্দিন মৃধা মামলা দায়ের করেন। আদালত তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে, যারা তদন্তে জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী আলেয়া খাতুন আলো বলেন, “আমার মোয়াক্কেলের স্বাক্ষর ও নাম জাল করে দলিল রেজিস্ট্রি করে সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল আসামিরা। আদালতের এই ন্যায়বিচারে আমরা সন্তুষ্ট।”
বিডি প্রতিদিন/হিমেল