পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও জাতীয় ঐক্যের লক্ষ্যে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের হুমকির পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলটি এ আহ্বান জানিয়েছে।
সোমবার পাকিস্তানের সিনেট অধিবেশনে পিটিআই সিনেটর সৈয়দ আলী জাফর এ আহ্বান জানান।
তিনি বলেন, সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত, যা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন।
আলী জাফর বলেন, “মানুষ মোদির নাটকের চিত্রনাট্য ভালো করেই জানে।” তিনি ভারত সরকারের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রচেষ্টারও বিরোধিতা করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, “মোদি সরকার যদি পাকিস্তানের এক ফোঁটা পানিও অন্যত্র সরায়, তবে তা শত্রুর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।”
এ সময় সিনেটে বিরোধীদলীয় নেতা সিনেটর শিবলী ফারাজও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পাকিস্তান এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় ধরনের সংকটে আছে। এ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
পিটিআই নেতারা অভিযোগ করেন, ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানকে বিভাজনের চেষ্টা করে আসছে এবং এখনো পাকিস্তানবিরোধী বয়ান তৈরি করছে।
এমন পরিস্থিতিতে পিটিআই সরকারের প্রতি ইমরান খানের মুক্তি ও জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে। সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজিম