মাত্র ১৫ মিনিট খেলা হলো। সেই খেলায় ১০ জনের বসুন্ধরা কিংসের সামনেও নিষ্প্রভ আবাহনী। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনাল শেষ হলো সেই ১-১ গোলেই। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টাইব্রেকারে বসুন্ধরা কিংস ৫-৩ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তুলল।
এক সপ্তাহ আগে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস-আবাহনী। ঝড়-বৃষ্টির কবলে পড়ে সেই ফাইনাল শেষ করতে পারেনি দুই দল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ছিল ১-১ ড্র। কিংসের হুয়ান লেসকানো (৬ মিনিটে) এবং আবাহনীর ইব্রাহিম (১৫ মিনিটে) গোল করেছিলেন কালবৈশাখির আগে। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমার্ধ ১৫ মিনিট খেলা হয়। তবে বাকি ১৫ মিনিট আলো স্বল্পতার কারণে খেলতে পারেনি দুই দল। রেফারি সায়মন স্থগিত করেন ফাইনাল। সেই স্থগিত ম্যাচটাই গতকাল হলো। গত সপ্তাহে ফাইনাল স্থগিত হওয়ার আগে লাল কার্ড দেখেন কিংসের ফয়সাল ফাহিম। তাকে ছাড়া ১০ জন নিয়েই লড়াই করেন তিতার শিষ্যরা।
বসুন্ধরা কিংস-আবাহনী লিমিটেড তিনবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হলো। আগের দুবার আবাহনী জিতলেও এবার বসুন্ধরা কিংস আকাশি-নীল জার্সিধারীদের পরাজিত করেছে। ২০১৮ সালে নিজেদের অভিষেক মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। সেবার ফাইনালে ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় আবাহনী। ২০২১ সালে স্বাধীনতা কাপের ফাইনালে ফের মুখোমুখি হয় দুই দল। বসুন্ধরা কিংস তখন দেশের ফুটবলে সেরা দল। কিন্তু ফাইনালে আবাহনী জিতে যায় ৩-০ গোলে। তৃতীয়বার ফাইনালে মুখোমুখি হয়ে আবাহনীকে পরাজিত করল বসুন্ধরা কিংস।
ফেডারেশন কাপে এবার ভিন্ন ধরনের ফরম্যাটে খেলা হয়েছে। সেরা চার দল খেলেছে বিপিএল ক্রিকেটের ফরম্যাটে। শীর্ষ দুই দল খেলেছে কোয়ালিফায়ার। তৃতীয় ও চতুর্থ দল খেলেছে এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আবাহনী। সেই ম্যাচে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ব্রাজিলের ফুটবলার ডেসিয়েল। তার শট লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। সরাসরি ফাইনাল খেলতে পারেনি কিংস। তবে ফাইনালে ডেসিয়েল কোনো ভুল করেননি। মাটি গড়ানো শটে বল জালে জড়িয়ে বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসান এই ব্রাজিলিয়ান। ডেসিয়েল শেষটা আনন্দময় করলেও ম্যাচের নায়ক ছিলেন কিংসের গোলরক্ষক শ্রাবণ। তিনি আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার এমেকার শট সেভ করে টাইব্রেকারের মোড় ঘুরিয়ে দেন। এমনকি মিরাজুলের নেওয়া শটও রুখে দিয়েছিলেন। তবে রেফারি শটটা আবারও নেওয়ার নির্দেশ দেন। আবাহনীর পক্ষে টাইব্রেকারে গোল করেন রাফায়েল, মাহাদী খান ও মিরাজুল। অন্যদিকে বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন জনাথন, মোরসালিন, তপু, ইনসান এবং ডেসিয়েল।
চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপ জয় করেছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপের ফাইনালে হারিয়েছিল মোহামেডানকে। এবার আবাহনীকে হারিয়ে জয় করল ফেডারেশন কাপ। এক মৌসুমে ঘরোয়া ফুটবলের দুই শীর্ষ ক্লাবকে হারিয়ে দুটি টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে এটা তাদের চতুর্থ শিরোপা।
এ টুর্নামেন্টে আবাহনী ১২ বার এবং মোহামেডান ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে। বসুন্ধরা কিংস চতুর্থ শিরোপা জিতে তিন নম্বরে একক আসন নিল। এ টুর্নামেন্টে তিনটি করে শিরোপা রয়েছে মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন এবং শেখ জামালের।