সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী আইনজীবী সমিতির সেক্রেটারি আমির হোসাইন বুলবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, অ্যাডভোকেট খলিল, অ্যাডভোকেট মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট মাজেদ।
বক্তারা অবিলম্বে বিচারপতি খাইরুল আলমকে গ্রেফতারের দাবি জানান।
বিডি প্রতিদিন/কেএ