নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারিখালী নদী বাঁচাতে ময়লার ভাগাড় সরিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ও অবৈধভাবে মাঠ দখল করে গড়ে উঠা পরিত্যক্ত প্লাস্টিক বাছাইয়ের কারখানা উচ্ছেদ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় গণমাধ্যমকর্মীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নদীর সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে এখানে কাউকে আর ময়লা ফেলতে দেওয়া হবে না। এখানে সুন্দর ও মনোরম পরিবেশে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, এলাকাবাসীসহ স্থানীয় চেয়ারম্যানদের একটি লিখিত আবেদন পেয়েছি। তারই ধারাবাহিকতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আমাদের প্রকৌশলীদের নিয়ে আজ সরেজমিনে পর্যবেক্ষণ করেছি।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ময়লার ভাগাড় সরানো ও মাঠ দখলমুক্ত এবং পরিবেশ যেন সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে। অচিরেই নদীর প্রাণ ফিরিয়ে দিতে ও ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা একটি সুন্দর মিনি পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নিচ্ছি। আশা করি সোনারগাঁবাসীকে নতুন কিছু উপহার দিতে পারব।
এ সময় পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেষে আমাদের পিরোজপুর ইউনিয়ন পরিষদ ও একটি ঈদগাঁ আছে। কিন্তু বিগত বছরগুলোতে স্থানীয় প্রভাবশালী নেতারা অদৃশ্য শক্তির বলয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচাবাজার ও পুরো সোনারগাঁয়ের ময়লা আবর্জনা এই মারিখালীতে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করেছে।
তিনি আরও বলেন, একই সাথে বারদী এলাকার আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম নামে এক ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে একটি খেলার মাঠ দখল করে পুরোনো প্লাস্টিক বাছাই কারখানা স্থাপন করেছে। এতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের এই অংশটি একটি জঙ্গল ও দূষিত এলাকায় পরিণত হয়েছে।
একাধিকবার তাকে স্থানীয় গণমাধ্যম কর্মীর সামনে পরিষদের ভেতরে এমন অবৈধ কাজ যেন না করে এবং পরিবেশ দূষণ সম্পর্কে অবগত করলে সে আমাকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে বিভিন্নভাবে অপপ্রচার চালায়। কিছুতেই যেন এর দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। এর ফলে এখানে ডাকাতি ও ছিনতাই এবং নানা ধরনের অপকর্মের মতো ঘটনাও ঘটছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করার দাবি জানান তিনি।
এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত