চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের শেষ উইকেট নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় টার্গেটের স্বপ্ন জাগে টাইগারদের। কিন্তু শেষ বিকালে একের পর এক উইকেট ছুড়ে বড় ইনিংসের সুযোগ হারিয়েছেন ব্যাটসম্যানরা। দিনের শেষ দিকে মাত্র ২০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান করেন ব্যাটাররা। ৬৪ রানে এগিয়ে নাজমুলরা। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম সেঞ্চুরির দেখা পান সাদমান। গতকাল প্রায় চার বছর পর তাদের বিপক্ষেই খেলেছেন ক্যারিয়ারসেরা ১২০ রানের ইনিংস। ১৮১ বলে ১৬ চার ও ১টি ছক্কায় সাজান তার ইনিংসটি। ২২ ম্যাচের ক্যারিয়ারে এক ইনিংসে এটিই এ বাঁ হাতির সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। ৬৪ রানে এগিয়ে থাকলেও আক্ষেপ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিয়ান সাদমানের। ওপেনার সাদমান সাজঘরে ফেরার সময় দলের রান ৩ উইকেটে ১৯৪। সেখান থেকে একপর্যায়ে ৩ উইকেটে ২৫৯ রানে চলে যায়।
তবে লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসার ৩ উইকেট ও মুশফিকুর রহিমের রানআউটে দিনটি বাংলাদেশের হয়েও হলো না। তাই তো সংবাদ সম্মেলনে এসে সাদমান বলেছেন, ‘আমরা ভালো অবস্থায় ছিলাম। তিনটি উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, ১০০-এর বেশি লিডে থাকতাম।
আমরা একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি।’ দলের হয়ে এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, মুশফিক ৪০ এবং মিরাজ ১৬ ও তাইজুল ৫ রানে অপরাজিত আছেন।