আগামী ৯ মে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১০ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ সফল করতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর আগ্রাবাদ হোটেলের ইছামতী হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় যৌথসভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কক্সবাজারের সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ইদ্রিস মিয়া, নোয়াখালীর আহ্বায়ক আলাউদ্দিন আলো, বান্দরবান জেলার আহ্বায়ক সাচিং প্রু জেরী, রাঙ্গামাটির সভাপতি দীপেন তালুকদার দিপু, লক্ষ্মীপুরের সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, কক্সবাজারের সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বান্দরবানের সদস্য সচিব জাবেদ রেজাসহ চট্টগ্রাম বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যৌথসভায় বক্তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বহুমাত্রিক শিল্পায়নের প্রসার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আসন্ন সেমিনার ও সমাবেশকে সফল করতে তারা সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের চলমান সংকট উত্তরণে এবং একটি গতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই