২০২২ ফিফা বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর থেকেই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা করে সেলেকাওরা। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এ কোচ প্রতিবারই ফিরিয়ে দেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে বেশ কিছুদিন ধরেই আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও কোনো নিশ্চিত খবর মেলেনি এখনো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক সংবাদে জানিয়েছে, চলতি মৌসুম শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন ইতালিয়ান এ কোচ। খবর সত্যি হলে দীর্ঘ অপেক্ষা শেষে আনচেলত্তিকে ডাগআউটে পেতে যাচ্ছে সেলেকাওরা। এ মৌসুমের বাকি অংশ শেষ করেই বিদায় জানাবেন আনচেলত্তি। সে ক্ষেত্রে অন্তর্বর্তী কোচ নিয়োগের ঝামেলা পোহাতে হবে না রিয়াল মাদ্রিদকে।
যদিও দলটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির।