শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডিত মো. রানা (৩৪) রায় ঘোষণার সময় পলাতক ছিলো। সে নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৩ সালের ২ এপ্রিল সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী তরুণী বাসা থেকে নগরীর কসাইখানা এলাকার দোকানে আইসক্রিম কিনতে যায়। ফেরার পথে রানা তরুণীর মুখ চেপে ধরে ধান গবেষনার দেয়ালের পাশে নিয়ে যায়। সেখানে তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতে রানাকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়।
কোতয়ালী মডেল থানার এসআই সুমন হালদার একমাত্র রানাকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৭ মে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল