চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে এই পর্যন্ত এ ঘটনায় ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গত ২৩ এপ্রিল ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানের সময় রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট দেখা দেয়। পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এর আগে ৫১ জনসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাকিল (২৬), মো. মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), মো. জুয়েল (৩০), মো. সালাউদ্দিন (২৫)।
এছাড়া এক কিলোমিটার নামক জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামি মো. হাসমত আলীকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/নাজমুল