বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরদী মহল্লায় সোমবার দিনগত গভীর রাতে একযোগে তিনটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নী আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব জানান, তার বাসার পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এবং স্টিলের আলমিরা ভেঙে প্রায় এক লাখ আট হাজার টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
পাশের বাড়ির মাহমুদ সিকদার ও জাহাঙ্গীর হোসেন মীরের ঘরেও একই রাতে চুরির ঘটনা ঘটে। তাদের ঘর থেকে মোট ৩০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, চুরির ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজিম