মাগুরায় দেশব্যাপী আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনে আরও ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই সাক্ষ্যগ্রহণ করেন।
সকাল থেকে কড়া পুলিশি প্রহরায় অভিযুক্ত চার আসামিকে আদালতে হাজির করা হয়। প্রথমে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আছিয়ার বড় বোন হামিদা সুলতানার সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে পুলিশের এএসআই এনামুল হকসহ জব্দ তালিকাভুক্ত আরও ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এ সময় মামলার জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করা হয়।
আদালতে আরও যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন আসামি হিটু শেখের প্রতিবেশী সাদ্দাম হোসেন, সিহাব শেখ, সাইফুল শেখ, জবেদা খাতুন, নবীন, রমজান আলী, নিজনান্দুয়ালী মদিনাতুল জামিয়া মাদ্রাসার খাদেম জামাল মোল্যা ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।
সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল আহম্মদ।
আদালত সূত্র জানায়, বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল