চট্টগ্রামে সাগর উপকূল এবং পুকুর থেকে দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুতুবখালী বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে স্থানীয় লোকজন মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বেড়িবাঁধ এলাকায় সাগরে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, গত সোমবার রাতে নগরের পাঠানটুলি এলাকার দামুয়া পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম বলেন, মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এমআই