বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কখন দেশে ফিরবেন সেটি বিবেচনায় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনিা। মঙ্গলবারও তিনি আমাদের বলেছেন, চলো আমরা দ্রুত দেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো। পূর্ব লন্ডনের ব্রিকলিন মসজিদে আরাফাত রহমান কোকোর দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন ।
দেশনেত্রী দেশে ফেরার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। তাঁর বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো বাংলাদেশে সম্ভব হয়নি। সেগুলো তারা (লন্ডন ক্লিনিক) করিয়েছে। কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে, তিনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে ডা. জাহিদ জানান, খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ তিন নাতনিকে নিয়ে তিনি পুরো পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন। তিনি চিকিৎসাশাস্ত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন মানসিক দৃঢ়তার কারণেই অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি (বেগম জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থাও অনেক স্থিতিশীল।