অনলাইন জুয়ার বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। রাজধানীর কাকরাইলের বাসিন্দা তানজিম রাফিদের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আইনজীবী মাহিন এম রহমান বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারা বের করবে কীভাবে এটা পরিচালিত হচ্ছে, কারা কারা জড়িত এবং এটা রোধ করতে কী কী প্রয়োজন। এর আগে ৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘অনলাইন জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।