রাজধানীতে ইমারতবিধি লঙ্ঘনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা ও ২২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ছাড়া ২৪টি মিটার জব্দ করা হয়। জোন ২ ও ৫-এর আওতাধীন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন ও মোহাম্মদ লিটন সরকার পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন। রাজউকের জোন ৫/২ আওতাধীন কেরানীগঞ্জের লেকসিটি, জান্নাতবাগ ও ঘাটারচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণবিধি লঙ্ঘনের দায়ে ১৮টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ২০টি মিটার জব্দ করা হয়।
এ ছাড়া রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয় করা অংশ অপসারণ এবং মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রাজউকের জোন ২/১-এর আওতাধীন মাস্টারপাড়া, বালুরমাঠ, হেলাল মার্কেট এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও চারটি মিটার জব্দ করা হয়। এ ছাড়া রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয় করা অংশ অপসারণসহ মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মোবাইল কোর্টে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।