রাজধানীর পল্লবী থেকে হুদা মামুন (৪০) এবং অরিন (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে পল্লবী থানার নিউ টাউন বাজার মৎস্য আড়তের গোপন কক্ষ থেকে পিস্তল ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বিকালে সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, হুদা মামুন, অরিন এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদা আদায়সহ মাদক কারবারি করে আসছিল। ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মিল্লাত বিহারি ক্যাম্পে পর পর তিন দিন গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তাদের ভয়ে কোনো ভুক্তভোগী তথ্য কিংবা অভিযোগ দিতে সাহস করেনি।
তিনি জানান, অরিন ও হুদা মামুনের দেখানো কক্ষ থেকে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী পুলিশের খোয়া যাওয়া এসএমজির ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।