উত্তরার আজমপুরে বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তরা ১৪ নম্বর সেক্টরের পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নাঈম। নিহত নাঈমের সহপাঠী পল্লব কুমার শীল জানান, তারা উত্তর হাইস্কুলের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। তাদের কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজে। ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বিআরটিসি ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে মারা যায় নাঈম।
উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিআরটিসি ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।