নীলফামারীতে জেলা পর্যায়ে বালকদের নিয়ে মাসব্যাপী (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে সোমবার বিকেলে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
শহরের টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ৪০ জন অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে সেরা পাঁচজনকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এমআই